spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

লক্ষ্মীপুরে ‘গোলাগুলিতে’ ২ যুবক নিহত

লক্ষ্মীপুরে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দুই দল সন্ত্রাসীদের মধ্যে সংঘটিত গোলাগুলিতে তারা নিহত হয়েছেন।

নিহতরা হলেন সদর উপজেলার দর্জিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত ও বড়ইতলা গ্রামের তোফায়েল আহমেদের ছেলে খোরশেদ।

দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকায় গোলাগুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখানে দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, দুই দল সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় তারা নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, চার রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss