spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মৃত্যুশূন্য দিনে ৯ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ৩০ দিন দেশে ভাইরাসটিতে মৃত্যু নেই। সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারি দেশে করোনায় একজনের মৃত্যুর খবর এসেছিল। ফলে মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতোই ২৯ হাজার ৪৪৫ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে। তাদের মধ্যে ৭ জন ঢাকা জেলার আর বাকি দুইজন গাজীপুর ও পাবনা জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৫৫ শতাংশ, যা আগের দিনও একই ছিল। নতুন ৯ রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৯৪৭ জন হয়েছে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৬৯৬ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss