রাজধানীর উত্তরার প্রথম ষ্টেশন উত্তরা উত্তর থেকে সাতটা বেজে ত্রিশ মিনিটে মতিঝিলের উদ্দেশ্যে ছাড়ে প্রথম মেট্রোরেল। ঠিক আটটা বেজে দুই মিনিটে মতিঝিলে গিয়ে পৌঁছায় মেট্রো। মাত্র ৩২ মিনিটে মতিঝিল আসতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা।
রোববার (৫ নভেম্বর) সকালে উত্তরা থেকে আসা প্রথম মেট্রোটি ছিল যাত্রীতে পরিপূর্ণ। এর আগে শনিবার উদ্বোধন হয়েছে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের। এর আগে গত ২৮ ডিসেম্বর উদ্বোধন হয় উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের।
উত্তরা থেকে আসা এক যাত্রী বলেন, মাত্র ৩২ মিনিটে মতিঝিল এসেছি। আমার আগে এইটুকু পথ আসতে ২ ঘণ্টা লাগতো। এসময় বিকেলের যাত্রা দ্রুত চালু করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
চস/স