দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেলেন।
শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আপনাদের একটি ভালো খবর দিতে চাই, মাত্র একটি জায়গায় সাতটি মেশিন দিয়ে পরীক্ষা করা হলেও এখন আরও আটটি জায়গার পরীক্ষা করা হবে। সেগুলোর জন্য মেশিন আনা হচ্ছে। রাতারাতি সেগুলো স্থাপন করে ফেলা সম্ভব না। এগুলো স্থাপন করার জন্য অনেক জিনিসপত্র লাগে।’
আমরা হাসপাতালে যারা কর্মরত আছে, তাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছি। এখনও যেগুলো গ্যাপ আছে, সেগুলো দেওয়ার চেষ্টা করছি।’
আরো পড়ুন: দিয়াবাড়িতে কোয়ারেন্টিন সেন্টার খোলার সিদ্ধান্ত প্রত্যাহার
‘আমরা চিন্তা করছি চীন থেকে কিছু বিশেষজ্ঞ ডাক্তার-নার্স আনার, যারা উহানে কাজ করেছেন। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে আনা হবে।’
‘বাংলাদেশ এখনও অনেক দেশ বিশেষ করে ইউরোপ, ইতালির চেয়ে ভালো আছে।’
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে এতে সারাবিশ্বে এখন পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ হাজার ৪১৭ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৯৫৪ জন।
করোনার বিস্তাররোধে এরই মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। এমনকি মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউনও ঘোষণা করা হয়েছে।।
চস/আজহার