কিশোরগঞ্জের ভৈরবে ইতালি থেকে আসা বৃদ্ধ করোনাভাইরাসে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইইডিসিআর-এর পক্ষ থেকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। এখনো লিখিত প্রতিবেদন আসেনি।
জানা গেছে, ওই প্রবাসী ২৮ ফেব্রুয়ারি ইতালি থেকে দেশে আসেন। ওই সময় স্বাস্থ্য পরীক্ষা না করিয়ে স্বাভাবিক চলাফেরা করছিলেন তিনি। বৃহস্পতিবার থেকে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় রোববার রাতে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে হৃদরোগের চিকিৎসার জন্য আরেকটি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তিনি মারা যান।
আরো পড়ুন: করোনায় দেশে আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ জন
ডা. বুলবুল আহমেদ জানান, ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সন্দেহে হাসপাতাল দুটিতে জনসমাগম সীমিত করা হয়। এছাড়া তার বাড়ির আশপাশের দশটি বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে যেতে বলা হয়। সোমবার দুপুরে তার শরীর থেকে নমুনা নিয়ে যায় আইইডিসিআর-এর প্রতিনিধি দল। পরে জানানো হয় তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।
চস/সোহাগ