spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

তিন চিকিৎসকসহ ব্রাহ্মণবাড়িয়ায় আরও ১৩ জনের করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তিনজন চিকিৎসকও রয়েছেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আক্রান্তদের রিপোর্ট আসে সিভিল সার্জন কার্যালয়ে। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারের দুইজন চিকিৎসকসহ ৭ জন, আখাউড়া পৌর এলাকার দেবগ্রামে একই পরিবারের ৫ জন ও নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক রয়েছেন।

আরো পড়ুন: চিকিৎসকসহ চট্টগ্রামে শনাক্ত আরো ৩ করোনা রোগী

এর আগে গতকাল মঙ্গলবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১৯। এর মধ্যে দুইজন মারা গেছেন। বাকিরা আইসোলেশনে রয়েছেন।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss