spot_img

৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দেশে ২৪ ঘন্টায় রেকর্ড ৭৮৬ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট ১০ হাজার ৯২৯ জনের করোনা শনাক্ত হল। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৮৩ জনের মৃত্যু হলো।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট ১০ হাজার ৯২৯ জনের করোনা শনাক্ত হল। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৮৩ জনের মৃত্যু হলো।

আরো পড়ুন: চট্টগ্রামে শনাক্ত আরও ১৬ করোনা রোগী

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনাভাইরাস পজেটিভ ফলাফল এসেছে ৭৮৬টির।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে আরো ১৯৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ১ হাজার ৪০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর আগের বুলেটিনে নাসিমা সুলতানা বলেন, সুস্থতার হিসাব শুধু হাসপাতালে যারা ভর্তি ছিলেন তাদেরটাই দেয়া হয়। আর যারা বাড়িতে থেকে সুস্থ হচ্ছেন তাদের এ হিসাবে আনা হয়নি। বাড়িতে থেকে কতজন সুস্থ হয়েছেন তাও খুব শিগগিরই জানানো হবে।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss