spot_img

১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কক্সবাজারে সমুদ্রে নিখোঁজ আরও ১ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের সমুদ্র উপকূলে ভেসে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থী আসিফ আহমেদের (২২) মরদেহ। তবে এখনো নিখোঁজ রয়েছেন আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)।

বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজারের সমিতিপাড়া উপকূলে আসিফের মরদেহ ভেসে ওঠে। নিহত আসিফ বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

এর আগে, মঙ্গলবার কক্সবাজারের হিমছড়ি সৈকতে তিন বন্ধু গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যান। এ সময় পানিতে ডুবে মারা যান কে এম সাদনান রহমান সাবাব (২১) নামের আরও এক চবি শিক্ষার্থী।

কক্সবাজার বীচ কর্মীদের ইনচার্জ মাহবুব জানান, নিখোঁজদের মধ্যে আজ সকালে আসিফ আহমেদের মরদেহ সমিতিপাড়া উপকূল থেকে উদ্ধার করা হয়েছে।

মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও নিখোঁজ শিক্ষার্থী অরিত্রের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss