spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্বারা ব্যক্তি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত একটি অনন্য আলফানিউমেরিক কোড হল টিআইএন। এটি সেই ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে কর আদায়ের উদ্দেশ্যে একটি অপরিহার্য সনাক্তকরণ ব্যবস্থা হিসাবে কাজ করে। এই কোডসহ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, তাদের কাজের ধরণ সম্বলিত নথিটিই টিন সার্টিফিকেট।

এখন থেকে করদাতারা তাদের কর নিবন্ধন বাতিল করতে পারবেন। করদাতাদের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) কিছু শর্ত সাপেক্ষে বাতিলের সুযোগ রাখা হয়েছে নতুন আয়কর আইনে। এ জন্য করদাতাকে যথাযথ কারণ দেখিয়ে আবেদন করতে হবে।

সরকার নির্ধারিত ৬ কারণে টিন বাতিল করা যায়:

১. কর রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা নেই।
২. মৃত্যু, প্রতিষ্ঠান বন্ধ বা অস্তিত্ব শেষ হলে।
৩. স্থায়ীভাবে বিদেশে চলে গেলে এবং দেশে কোনো আয় না থাকলে।
৪. ডুপ্লিকেট বা ভুল তথ্যের টিন থাকলে।
৫. আইনি মর্যাদা পরিবর্তন হলে।
৬. অন্য কোনো বৈধ কারণে

প্রয়োজনীয় কাগজপত্র:

১. বর্তমান টিন সার্টিফিকেট (প্রিন্ট কপি)
২. জাতীয় পরিচয়পত্র (ফটোকপি)
৩. টানা ৩ বছরের শূন্য কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র

বাতিলের ধাপ:

টানা ৩ বছর শূন্য রিটার্ন জমা দিন এবং প্রাপ্তি স্বীকারপত্র সংরক্ষণ করুন। তৃতীয় বছরের রিটার্ন জমা দেওয়ার সময় কর সার্কেল অফিসে গিয়ে উপ-কর কমিশনার বরাবর লিখিত আবেদন দিন। আবেদনপত্রের সাথে ৩ বছরের প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্র জমা দিন। মালিক নিজে বা প্রতিনিধির মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।

খরচ ও সময়

১. সরকারিভাবে কোনো খরচ নেই।
২. সব ঠিক থাকলে টিন বাতিল হয়ে যাবে, প্রয়োজনে আবার নতুন টিন করা যাবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss