spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ঈদের দিন

ঈদুল আজহার দিন (১ আগস্ট) কক্সবাজার-চট্টগ্রাম (দক্ষিণ-পূর্ব) অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অন্য অঞ্চলে স্বাভাবিক আবহাওয়া বিরাজ করতে পারে।
আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, ‘মৌসুমী বায়ুর প্রভাব কমতে শুরু করেছে। যার কারণে সারাদেশেই বৃষ্টি এখন প্রায় শূন্যের কোঠায়। তবে ২৭ জুলাই রাত থেকে কক্সবাজারের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এরপর ২৮, ২৯ ও ৩০ জুলাই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ১ আগস্ট কক্সবাজার-চট্টগ্রাম (দক্ষিণ-পূর্ব) অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ২ ও ৩ আগস্ট আবার বৃষ্টি থাকবে।’
ঈদের দিনের পূর্বাভাসে আফতাব উদ্দিন বলেন, ‘ঈদের দিন উপরের (উত্তর-পূর্বাঞ্চল) দিকে বৃষ্টি থাকবে একটু বেশি। বিশেষ করে রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট – এসব অঞ্চলে। এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, হালকা হতে পারে। এছাড়া এখন যেহেতু বর্ষাকাল, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম (দক্ষিণ-পূর্বাঞ্চল)– ওই অঞ্চলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss