রাজধানীর পল্লবী থানায় করা প্রতারণা ও চেক জালিয়াতি মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম মো. মাসুদ উর রহমানের আদালত এ আদেশ দেন।
এর আগে সাহেদকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে এ রিমান্ড মঞ্জুর করেন।
করোনাভাইরাসের পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট প্রদানসহ বিভিন্ন অভিযোগের মামলায় গত ১৫ জুলাই গ্রেপ্তার হন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম। সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র্যাব।
চস/আজহার


