spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কাশ্মীর থেকে বাংলাদেশী তরুণী নিখোঁজ

কাশ্মীরের দক্ষিণাঞ্চলের জেলা অনন্তনাগের কোয়ারেন্টাইন সেন্টারে থাকা এক বাংলাদেশি তরুণীকে ‘খুঁজে পাওয়া যাচ্ছে না’।

স্থানীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে কাশ্মীর অবজারভার জানিয়েছে, ১৮ বছর বয়সী ওই মেয়ের নাম চাঁদনী। তিনি মোহাম্মদ ইউনুস মিয়ার মেয়ে। আকুরা নামের একটি কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন।

স্থানীয় ব্লক মেডিকেল অফিসার (বিএমও) ডা. সেলিম জানিয়েছেন, থানায় তারা একটি মিসিং ডায়েরি করেছেন।

ভারতের আরেকটি সংবাদমাধ্যম নিউজ১৮’র দাবি, চাঁদনী ভিসা পাসপোর্ট ছাড়াই গত মার্চে ভারতে প্রবেশ করেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ থেকে তাকে হেফাজতে নেয়া হয়। এরপর আইন অনুযায়ী শিশু কল্যাণ কমিটির কাছে তুলে দেয়া হয়।’

অনন্তনাগের শিশু কল্যাণ কমিটির চেয়ারম্যান তাওহিদা মখদুমী মনে করছেন, মেয়েটির নিখোঁজ হওয়ার সঙ্গে কোনো ষড়যন্ত্রের যোগসূত্র থাকতে পারে।

‘সেই মার্চ থেকে আমরা তার দেখভাল করছিলাম। এরপর করোনা আক্রান্ত হলে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। এতদিন তার কোনো অভিভাবক খোঁজখবর নেয়নি।’

কয়েক দিন পর চাঁদনীর করোনা রিপোর্ট নেগেটিভ আসলে তাকে সেন্টার ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়। কিন্তু ২৫ আগস্ট কাউকে কিছু না বলে কোথাও চলে যান!

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss