নরসিংদীর খালপাড় এলাকায় পাওনা টাকা আদায় নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৩০ আগস্ট) সকালে পৌর শহরের বানিয়াছল খালপাড় কলেজ রোডে এ ঘটনা ঘটে।
নরসিংদী সদর থানার পুলিশ জানায়, পাওনা টাকা নিয়ে আমির হোসেনের সাথে শাহীনের বিরোধ চলছিলো। এর জেরে আজ ভোরে খালপাড় এলাকায় কথাকাটাকাটির একপর্যায়ে আমিরকে গুলি করে শাহীন। মরদেহ উদ্ধারের পর সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
এছাড়াও গাজীপুরের কোনাবাড়িতে প্রবাসীর বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনী জানিয়েছে, নিহতের শরীরে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে নিখোঁজের ১৬ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। লাখাইছড়া চা বাগান থেকে তার মরদেহ উদ্ধার হয়।
চস/আজহার