spot_img

১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আজ থেকে আগের ভাড়ায় গণপরিবহন

করোনাকালে বাড়ানো ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন ও দূরপাল্লার বাস।

বর্ধিত ভাড়া উঠে যাওয়ার ফলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে না। সেই সাথে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখার বাধ্যবাধকতাও উঠে যাচ্ছে।

এর আগে শনিবার (২৯ আগস্ট) জনস্বার্থে ও বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে গণপরিবহনের পুরোনো ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরো পড়ুন: করোনা: গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২১৭৪, মৃত্যু ৩৩

যাত্রী পরিবহনে সরকার অনুমোদিত শর্তগুলো হলো:

>আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না।

>গণপরিবহনে যাত্রীদের সুপারভাইজার/কন্ডাক্টর/হেল্পার, টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিতদের মাস্ক পরিধান বা ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের হাত ধোঁয়ার জন্য পর্যাপ্ত সাবান পানি হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

>যাত্রা শুরু এবং শেষ বাস-মিনিমাইজগুলো পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা আর করতে হবে।

>গণপরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি মেনে চলতে হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss