spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: একদিনে আরও ৪০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭০৫

দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও এক হাজার ৭০৫ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৪০ জন। পাঁচদিন পর দৈনিক মৃত্যু আজ আবার ৪০-এর ঘরে উঠলো।

এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেল। এখন পর্যন্ত দেশে মোট ৩ লাখ ৫০ হাজার ৬২১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে মোট ৪ হাজার ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগের দিনের তুলনায় আজ নতুন রোগী শনাক্তের সংখ্যা এবং মৃত্যু বেড়েছে। আগের দিন গতকাল রোববার ২৬ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ। টানা ১২ দিন পর গত দুদিন ধরে পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ শতাংশের ওপরে দেখা গেছে। এর আগে ৭ সেপ্টেম্বর রোগী শনাক্তের হার এর চেয়ে বেশি, ১৪ দশমিক ২৯ শতাংশ ছিল।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন দেশে সংক্রমণের সপ্তম মাস চলছে। শুরুর দিকে সংক্রমণ ধীর থাকলেও মে মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। জুনে তা তীব্র আকার নেয়।

জুলাইয়ের শুরু থেকে নতুন রোগী শনাক্তের সংখ্যা কমতে থাকে। এ সময় পরীক্ষাও কম হয়। অবশ্য গত আগস্ট থেকে নতুন রোগী শনাক্তের সংখ্যার পাশাপাশি পরীক্ষার তুলনায় সংক্রমণ শনাক্তের হারও কমতে দেখা গেছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss