রাজধানী ঢাকায় হাজারীবাগ পার্কের উত্তর পাশে ফেলে রাখা ময়লার একটি বালতি থেকে পুলিশ শিশুর লাশ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার সকালে লাশটির খোঁজ পাওয়া যায়।
মেয়েশিশুটির বয়স আনুমানিক দেড় বছর। পরনে ছিল লাল হাফপ্যান্ট ও নীল গেঞ্জি। শিশুটির মাথা উল্টো করে শরীর বালতিতে ঢোকানো হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান প্রথম আলোকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দেড় বছর বয়সের শিশুটিকে হত্যার পর কেউ পার্কের কোনায় ফেলে গেছে। শিশুটি একেবারে জীর্ণশীর্ণ। কে ফেলে গেল, কেনইবা ফেলে গেল, বোঝা যাচ্ছে না।’
সকাল থেকে থানায় শিশুটিকে শনাক্ত করতে অনেকেই এসেছেন। পুলিশ মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। বাইরে থেকে হত্যা করেও কেউ শিশুটিকে ফেলে রেখে যেতে পারে বলে মনে করছে পুলিশ।
চস/আজহার