spot_img

৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রেস ক্লাবে ছাত্রদলের আলোচনা সভায় সংঘর্ষ

জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল নেতাকর্মীরা। বুধবার (২ জুন) বিকেল ৩টা থেকে জাতীয় প্রেস ক্লাবে পূর্বনির্ধারিত এ আলোচনা সভা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শুরুর পর বিকেল ৪টার দিকে হঠাৎ করে মিলনায়তনের ভেতরে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এতে অনেকটা বিচলিত হয়ে পড়েন অন্য নেতাকর্মীরা। উপস্থিত সিনিয়র নেতারা তাদের থামানোর চেষ্টা করে। বিক্ষিপ্তভাবে প্রায় ৭/৮ মিনিটের মতো সময় চেয়ার ছোড়াছুড়ি ঘটনা ঘটে। এরপর কর্মীদের শান্ত করে ছাত্রদল নেতারা।

আলোচনা সভায় উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

এদিকে হলটির দায়িত্বে থাকা নীলা ডেকোরেশনের মালিক এইচ এম ফারুক হোসেন ঢাকা পোস্টকে জানান, আজকের অনুষ্ঠানের জন্য প্রায় ৪০০ চেয়ার ভাড়া নিয়েছিল সংগঠনটি। এখন পর্যন্ত ৩৫ থেকে ৪০টি এর মতো চেয়ার ভাঙা পাওয়া গেছে। মিলনায়তনের একটি কাচের দরজা খুলে ফেলেছে তারা। অনুষ্ঠান শেষ হলে বোঝা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss