spot_img

৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সীতাকুণ্ডের ঘটনায় আমরা ক্ষুব্ধ, বিস্মিত : ফখরুল

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে এত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার (৫ জুন) ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নানা উন্নয়নের কথা বারবার বলেছে সরকার। তবে আমরা দেখছি সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি। এই অগ্নিকাণ্ড প্রমাণ করে তারা কত মিথ্যা কথা বলেন।’

মির্জা ফখরুল বলেন, ‘এ ঘটনায় আমরা শুধু শোকাহত নয় আমরা ক্ষুব্ধ ও বিস্মিত। সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। শুধু তাই নয় সেখানে যারা আহত হয়ে মেডিক্যালে চিকিৎসা নিতে যাচ্ছেন তারাও সঠিক সেবা পাচ্ছেন না।’

উল্লেখ্য, চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার একটি কনটেইনার ডিপোতে রোববার রাত ৯টার দিকে আগুন লাগে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীও রয়েছেন।

আগুনে দগ্ধ ও আহত হয়েছে শতাধিক মানুষ। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীদের রাসায়নিক পদার্থ থাকার বিষয়টি জানানো হয়নি বলে অভিযোগ করেছেন সংস্থাটির কর্মকর্তা।

তবে ডিপো কর্তৃপক্ষের অভিযোগ, তারা রাসায়নিকের কথা জানিয়ে পানির পরিবর্তে এক্সটিংগুইশার ব্যবহারের কথা বললেও ফায়ার সার্ভিস তা শোনেনি।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss