spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘অতি উৎসাহী’ পুলিশ সদস্যদের তালিকা করতে নির্দেশ দিলেন খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ‘অতি উৎসাহী’ পুলিশ সদস্যদের তালিকা করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন তিনি। একইসঙ্গে আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ নেতা-কর্মীদের তালিকা করতে বলেন আমীর খসরু।

এর আগে বুধবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ নিয়ে দলটির পক্ষ থেকে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাধা-বিপত্তি-হামলা উপেক্ষা করে গতকালের সমাবেশে অংশ নেওয়ার জন্য বিএনপির নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমীর খসরু।

তিনি বলেন, সমাবেশে আসার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী ও যুবলীগের সন্ত্রাসীরা। তাদের সঙ্গে যোগ দেন পুলিশের অতি উৎসাহী কিছু সদস্য। সমাবেশের আগের দিন বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় প্রায় অর্ধশত নেতা-কর্মীকে।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘পুলিশ নাকি বিএনপির নেতা-কর্মীদের তালিকা করছে। অতি উৎসাহী কিছু পুলিশের সদস্য ও আওয়ামী সন্ত্রাসীদের তালিকা আপনারা তৈরি করেন।’

‘অতি উৎসাহী’ পুলিশ সদস্যরা যাতে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন, সে জন্য চাকরিতে ঢোকার সময় তারা যে শপথবাক্য পড়েছিলেন, তা নতুন করে পড়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি তাদের নতুন করে সংবিধান পড়ারও আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম প্রমুখ।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss