বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষ সবাই মিলে সম-অধিকার ভোগ করব। যার সম্মান সে তার সততা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে পাবে।
তিনি বলেন, রিক্সা চালকের সন্তান মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। একজন সুইপার কলোনীর ছেলে যদি লেখাপড়া করে এগিয়ে যেতে চায় তবে তাকে সুযোগ করে দেয়া হবে।
তিনি আরো বলেন, শীতার্ত মানুষগুলো কতটা দুর্বিষহ জীবন যাপন করে। তা শহর-নগরের ফুটপাত, রেলস্টেশনে না গেলে বুঝা মুশকিল। মানবতার সেবা সবচেয়ে বড় এবাদত। তাই আসুন, শীতার্ত মানুষগুলোর দুর্বিষহ জীবনের কথা ভেবে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেই। তাদের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করি। আমাদের একটু সহায়তা লাঘব করতে পারে তাদের কষ্ট এবং দুর্বিষহ জীবন।
এ সময় তিনি ২৪ এর গণঅভ্যুত্থানের পর একটি ন্যায়, ইনসাফ, সুন্দর, মানবিক বাংলাদেশ গড়তে দেশবাসীকে জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর আহবান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে কোতোয়ালী রেল স্টেশনসহ নগরীর বিভিন্ন ছিন্নমূল এলাকায় শীতার্তদের মাঝে কম্বল উপহার প্রদানকালে তিনি এসব কথা বলেন।
এসময় নগর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা জামায়াতের আমীর আমির হোছাইন, থানা সেক্রেটারী মোস্তাক আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি আ.ন.ম জোবায়ের, আলকরন ওয়ার্ড আমীর আজগর হাসান, আন্দরকিল্লা ওয়ার্ড আমীর মুহাম্মদ ওসমান গনি, জামায়াত নেতা জামাল আহমেদ, সরওয়ার কামাল, জামাল উদ্দিন, শওকত আজিজ, মোহাম্মদ রাসেলসহ বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চস/স