আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম জেলার ১৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে অন্তত ১০টি আসনে জয়ের জন্য আটঘাট বেঁধে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় ও চট্টগ্রাম জামায়াতের কয়েকটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে তারা নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি।
জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন- চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে এডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আনোয়ারুল সিদ্দিকী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম-৬ (রাউজান) শাহজাহান মঞ্জুর, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) ডা. আবু নাসের, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) ডা. ফজলুল হক, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী-হালিশহর) অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) শফিউল আলম, চট্টগ্রাম-১২ (পটিয়া) ইঞ্জিনিয়ার লোকমান, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) ডা. শাহাদৎ হোসাইন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মাওলানা জহিরুল ইসলাম।
এদিকে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ১৬টি আসনের সবগুলোতে প্রার্থী চূড়ান্ত করার এই বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, সব প্রার্থী মোটামুটি চূড়ান্ত। তবে এই মুহূর্তে নাম প্রকাশ করার সুযোগ নেই। আমাদের সেক্রেটারি জেনারেল কয়েকদিনের মধ্যে চট্টগ্রামে আসবেন। তখন আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানানো হবে।
দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীও বলেছেন একই কথা। তিনি বলেন, প্রার্থী অনেকটা চূড়ান্ত হয়েছে। তবে কেন্দ্রীয়ভাবে ঘোষণার আগে এই মুহূর্তে নাম প্রকাশ করতে পারছি না। যদিও আমরা ইতোমধ্যে ভোটের মাঠে নেমেছি। ইনশাআল্লাহ এবার জনগণ ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য রায় দেবেন।
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর ও সন্দ্বীপ আসনের প্রার্থী আলাউদ্দিন শিকদার বলেন, আমাদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে উত্তর জেলার প্রার্থীদের নাম গতকাল অভ্যন্তরীণ বৈঠকে জানানো হয়েছে।
চস/স