ভোট কারচুপির সঙ্গে জড়িত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক।
শনিবার (১ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। ফারুক বলেন, “দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে হবে। সুষ্ঠু নির্বাচন দেওয়ার মাধ্যমেই দেশের সব সমস্যার সমাধান সম্ভব।”
নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া না হলে সংকট আরও ঘনীভূত হবে বলেও তিনি সতর্ক করেন।
চস/আজহার