spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পাট শ্রমিক দলের নতুন সভাপতি সাঈদ আল নোমান

বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক সাঈদ আল নোমান। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আবদুল্লাহ আল নোমানের পুত্র।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় ঢাকার নয়াপল্টনের ভাষানী মিলনায়তনে পাট শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি এএম নাজিম উদ্দিন। এতে ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সভায় প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুজনিত শূন্যপদে সাঈদ আল নোমানকে সভাপতির দায়িত্ব নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়। তিনি সম্মতি দেওয়ার পর সর্বসম্মতভাবে তাকে সভাপতি ঘোষণা করা হয়

সভায় প্রধান অতিথি ছিলেন সাঈদ আল নোমান এবং প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী ট্যানারি শ্রমিক দলের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব চৌধুরী সাজু।

এছাড়া সভায় বক্তব্য দেন সহ-সভাপতি ফারাজি মতিয়ার রহমান, শ ম জামাল উদ্দিন, মো. আবুল কালাম জিয়া, সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, মফিদুল ইসলাম মোহন, আবু দাউদ দ্বীন মোহাম্মদ, সালামত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার, মো. শমসের আলম, মহিলা সম্পাদিকা সেলিনা আঞ্জুমান এবং শিক্ষা সম্পাদক আবুল হোসেন।

নবনির্বাচিত সভাপতি সাঈদ আল নোমান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, প্রতিনিধি সভায় সর্বসম্মতিক্রমে আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি অত্যন্ত গর্বিত। এই দায়িত্বের প্রতি আমি গভীরভাবে সম্মানিত ও দায়বদ্ধ। শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে কোনো আপস হবে না। আমাদের লক্ষ্য- সততা, সাহস ও সংহতির পতাকা সর্বোচ্চ শিখরে তুলে ধরা।

তিনি আরও বলেন, আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করব এবং তার নেতৃত্বকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাব। আমরা শ্রমিক, দল এবং দেশের উন্নয়নের জন্য একত্রে কাজ করতে চাই। আমাদের প্রতিটি পদক্ষেপ ন্যায্যতা, সমতা এবং উন্নয়নের পথে দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss