spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে এনসিপি

জুলাই মাসজুড়ে সারাদেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৯ জুন) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি জানান, আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশের ৬৪টি জেলায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করা হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, “১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর মাধ্যমে শহীদ হওয়া শুরু হয়। তাই এই দিনটিকে আমরা বৈষম্যবিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব। এছাড়া ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্রজনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠের কর্মসূচি রয়েছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। তাই এই দিনটিকে ছাত্রজনতার মুক্তি দিবস হিসেবে পালন করবে এনসিপি।”

তিনি অভিযোগ করে বলেন, “জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুত মেয়াদ শেষ হলেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যায়নি। সরকার ব্যর্থ হয়েছে। তাই এবার আমরা নিজেরাই ঘোষণা দেবো।”

এছাড়া ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকেও সরকারকে সরে আসার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss