ফেনী সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ধানক্ষেতে দাঁড়িয়ে ক্রিকেটারের ভঙ্গিতে ‘রিভিউ আবেদন’ করে আলোচনায় এসেছেন জেলা বিএনপির সদস্যসচিব ও ফেনী-২ আসনে মনোনয়নপ্রত্যাশী আলাল উদ্দিন আলাল।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে বাড়ির পাশে একটি ধানক্ষেতে গিয়ে হাত উঁচিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরপর ছবিটি ভাইরাল হলে জেলাজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
এ নিয়ে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অনেকে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন। অনেকে আবার প্রার্থী বাছাইয়ে দলীয় সিদ্ধান্তের সমালোচনা করে ভিন্নমত পোষণ করছেন।
জানা গেছে, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব ঘোষিত সংসদ সদস্য প্রার্থী তালিকায় তার নাম ছিল না। এ নিয়ে প্রতিবাদস্বরূপ ও নতুন করে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে ধানক্ষেতে গিয়ে ক্রিকেটীয় ভঙ্গিতে ‘রিভিউ’র জন্য আবেদন করেন তিনি। ব্যতিক্রমী প্রতিবাদের সেই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ছবির ক্যাপশনে আলাল উদ্দিন আলাল লেখেন, ‘নো ক্যাপশন।’
এ ব্যাপারে আলাল উদ্দিন আলাল বলেন, অহিংসভাবে দলের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানানোর উদ্দেশেই এ রিভিউর বিষয়টি করেছি। এটি যেহেতু দলের চূড়ান্ত মনোনয়ন নয়, সেজন্যই প্রার্থী পরিবর্তনের জন্য আমরা রিভিউ আবেদন করছি। এ প্রজন্মের প্রতিবাদের ভাষার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমার ব্যতিক্রমী এ কাজ। এই ফেনী একসময় লেবানন বা মৃত্যুপুরী হিসেবে খ্যাত ছিল, সেদিক থেকে এখানে প্রতিবাদের ভাষাও যে এখন পরিবর্তন হয়ে গেছে তা এ রিভিউ আবেদনের মাধ্যমে তুলে ধরেছি।
দলীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও তিনবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদীন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারীসহ কয়েকজন নেতা। তাদের নিয়ে ভার্চ্যুয়ালি মতবিনিময় করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গত সোমবার (৩ নভেম্বর) বিকেলে ফেনীর তিনটি আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ফেনী-১ আসনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ফেনী-২ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ও ফেনী-৩ আসনে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে দলীয় মনোনয়ন দেয়া হয়।
চস/স


