বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেছেন, আগামী নির্বাচনে তরুণ সমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সৎ, যোগ্য ও আদর্শবান প্রার্থীকে ভোট দিয়ে দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।
সোমবার (রাত ৮টায়) চট্টগ্রাম ১১ আসনের নির্বাচনী মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। জনগণের অধিকার রক্ষা ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সব সময় ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও রাখবে।
মোহাম্মদ উল্লাহ আরও বলেন, তরুণরাই জাতির ভবিষ্যৎ। তাই আগামী নির্বাচনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সচেতন ভোটাররাই পারে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে।
উক্ত সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এস এম লুৎফুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, মাহমুদুল আলম, সদরঘাট থানা আমীর এম এ গফুর, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, পতেঙ্গা থানা আমীর অধ্যক্ষ মুহাম্মদ সেলিম, ছাত্রনেতা তানভীর মোস্তফা, শাব্বির আহমদ, শ্রমিক নেতা শহীদুল ইসলাম, মুহাম্মদ মঈন উদ্দিন, জামায়াত নেতা ওসমান গণি প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
চস/স


