প্রেসক্লাবের সামনে আয়েজিত এক মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, বাংলাদেশ কখনও পরাজিত হয়নি, জীবন বাজি রেখে স্বাধীনতা এনেছি আমরা। ব্রিটিশদের ২০০ বছরের শাসন থেকে মুক্তি, পাকিস্তানিদের ২৫ বছরের শাসন থেকে দেশকে মুক্ত করেছি। আজ গণতন্ত্রের আপসহীন নেত্রীকে ১৮ মাস ধরে কারাগারে রাখা হয়েছে। আমরা হতাশ হইনি। অচিরেই আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করবো।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবেরর সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কিসের ভয় পাচ্ছেন? যদি সত্যিকারের জনগণের সঙ্গে থাকেন তাহলে খালেদা জিয়াকে মুক্তি দিন, তারেক রহমানকে দেশে আসতে দেন। আমরা জানি আমাদের নেতাকে মুক্তি দিলে জনগণ দুঃশাসনের হাত থেকে রক্ষা পাবে, দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণে থাকবে। বিএনপিকে বাধা দেন, সভা-সমাবেশ করতে দেন না, অপেক্ষা করুন অচিরেই তীব্র আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
চস/ সোহাগ