নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজশাহী নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন, নেতাকর্মীরা। এসময় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান। পরে হয় দোয়া মাহফিল।
রংপুরের বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা হয়েছে। এসময় বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবি জানানো হয়। এছাড়া বরিশাল, ঝিনাইদহ, মেহেরপুরসহ বিভিন্ন স্থানে সীমিত পরিসরে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী।
চস/আজহার