spot_img

৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘বন্দুক নয়, জনগণই আওয়ামী লীগের শক্তি’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বন্দুকের নল নয়, দেশের জনগণই আওয়ামী লীগের শক্তির উৎস।’ শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ তাসের ঘর নয় যে, টোকা লাগলে পড়ে যাবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের শেঁকড় মাটির অনেক গভীরে। মাটি ও মানুষের দল হিসেবে জনমানুষের বুকের গভীরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ঠাঁই করে নিয়েছে।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘দেশের প্রতিটি দুর্যোগ ও সংকটে গত ৭০ বছর ধরে জনগণের পাশে থেকেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ, বন্দুকের নল নয়। তাই যারা মনে করেন আওয়ামী লীগের অবস্থান তাসের ঘরের মতো, তারা বোকার স্বর্গে বাস করছেন।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss