spot_img

১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ফারুক

চিত্রনায়ক, মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে ফারুক উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় পণ্যবাহী বিশেষ কার্গো বিমানে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় এই নায়ক।

ফারুকের রক্তে সংক্রমণ দেখা দিয়েছে। এ অবস্থায় শারীরিক জটিলতা বাড়তে থাকায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেয় পরিবার।

আরো পড়ুন: মেয়েকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে মায়েরও মৃত্যু

এর আগে ১৬ আগস্ট জ্বর নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। ১০ দিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাসায়ও ফিরে যান। আবারো অসুস্থ হয়ে পড়ায় চার দিনের মাথায় ৩১ আগস্ট আবারও হাসপাতালে ভর্তি হন। সবশেষ ৫ সেপ্টেম্বর তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss