spot_img

২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পাইনি : পররাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘ভারত বলেছে, তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। তারা দেখুক, আমরাও অপেক্ষা করছি। তবে সর্বোচ্চ বিচারিক সাজা আদালত তাকে দিয়েছে। আমরা এর আগেও তার প্রত্যাবর্তন চেয়েছি কিন্তু ইতিবাচক সাড়া পাইনি। আমরা অপেক্ষা করছি ভারত কী করে।’

শুক্রবার সকাল সাড়ে ১০টায় রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার বিষয়ে এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আজ শুক্রবার খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না টেকনিক্যাল প্রবলেমের কারণে। তাকে নিয়ে যাওয়া বিমানটির ত্রুটির কারণে লন্ডন যেতে এক-আধদিন দেরি হতে পারে। তবে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন বলে আমি জানতে পেরেছি।’

সংস্কার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা সব ধরনের সংস্কার কার্যক্রম শেষ করতে পারবো না। তবে আমরা শুরু করে গেলাম, আশা করি, পরবর্তী সময়ে যারা ক্ষমতায় আসবেন তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss