উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে হার দিয়ে মৌসুম শুরু করলো রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে জিনেদিন জিদানের দল ২-৩ ব্যবধানে হেরেছে শাখতার দোনেৎস্কের কাছে।
ঘরের মাঠে রিয়ালের টানা দ্বিতীয় হার এটা। এর আগে লা লিগার ম্যাচে তারা কাদিজের কাছে হেরেছিল ১-০ ব্যবধানে।
শুরু থেকেই ছন্দহীন রিয়াল প্রথমার্ধেই পিছিয়ে পড়ে ৩ গোলে। ২৯ মিনিটে মাতেউস তেতে গোল করে এগিয়ে নেন দলকে। পরের গোলটি আসে আত্মঘাতী খাত থেকে ৩৩ মিনিটে। বিরতিতে যাওয়ার ৩ মিনিট আগে শাখতারের মানোর সলোমান রিয়ালের রক্ষণভাগকে টেক্কা দিয়ে বল জালে পাঠান। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লস ব্লাঙ্কোসরা। ৫৪ মিনিটে মদ্রিচ আর ৫৯ মিনিটে ভিনিসিয়াসের গোলে ব্যবধানে কমলেও ইউক্রেনের ক্লাবটির বিপক্ষে হার এড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ।
এদিকে, অপর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪ গোলে ভাসিয়েছে বায়ার্ন মিউনিখ। পোর্তোর বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। আর আয়াক্সকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল।
চস/আজহার