spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাদ্রিদ ডার্বি

এটলেটিকোকে মৌসুমের প্রথম হার উপহার দিল রিয়াল

লা লিগায় মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে এটলেটিকোকে ২-০ গোলে হারিয়েছে নগর প্রতিদ্বন্দী রিয়াল। ম্যাচের শুরুতেই কাসেমিরোর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। দ্বিতীয়ার্ধে তাদের অন্য গোলটি আসে প্রতিপক্ষের গায়ে লেগে। আসরে এই প্রথম হারল এটলেটিকো।

তিন দিন আগে মনশেনগ্লাডবাখের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ছন্দে ফেরার আভাস দেওয়া রিয়ালের এদিনের শুরুটাও হয় দারুণ। প্রথম ১০ রাউন্ডে মাত্র দুটি গোল হজম করা এটলেটিকোর জমাট রক্ষণে ১০ মিনিটের মধ্যে দুবার ভীতি ছড়ায় স্বাগতিকেরা।

চাপ ধরে রেখে ১৫তম মিনিটে গোল আদায় করে নেয় রিয়াল মাদ্রিদ। টনি ক্রুসের কর্নারে হেডে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান অরক্ষিত কাসেমিরো।

প্রথমার্ধে ৪০ শতাংশের কম সময় বল দখলে রাখা এটলেটিকো শেষের ১০ মিনিটে কিছুটা চাপ বাড়ায়। তবে বিরতির আগে গোলের উদ্দেশে একটিও শট নিতে পারেনি তারা।

৬৩তম মিনিটে দানি কারভাহালের নৈপুণ্য ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ক্রুসের ফ্রি কিকে ডি-বক্সে বল হেডে ক্লিয়ার হলেও পেয়ে যান কারভাহাল। বুক দিয়ে নামিয়ে স্প্যানিশ ডিফেন্ডারের নেওয়া জোরালো শটে বল পোস্টে লেগে ফেরার পথে ওবলাকের পেছনে লেগে জালে জড়ায়।

১২ ম্যাচে রিয়ালের এটি সপ্তম জয়। সঙ্গে দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে প্রতিযোগিতার সফলতম দলটি। ১০ ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে শিরোপাপ্রত্যাশী বার্সেলোনা।

সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল সোসিয়েদাদ। শীর্ষে থাকা এটলেটিকোর পয়েন্ট ১১ ম্যাচে ২৬।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss