spot_img

১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টেস্টে মিরাজের অভিষেক সেঞ্চুরি

অসাধারণ ব্যাটিং করে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন মেহেদি হাসান মিরাজ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৪৩০ রান করেছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ১০৩ ও মুস্তাফিজ ৩ রানে অপরাজিত আছেন।

এর আগে মিরাজের সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে ব্যক্তিগত ২৪ রানে আউট হন নাঈম হাসান।

নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন মেহেদি হাসান মিরাজ। ১৬০ বলে সেঞ্চুরি করেন এই ডানহাতি।

ব্যক্তিগত ৬৮ রান করে রাকিম কর্নওয়ালের বলে ফেরেন সাকিব আল হাসান। ১৫০ বল খেলে ৫টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজিয়েছিলেন তিনি।

সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে দলীয় ৩০০ রান পার করে বাংলাদেশ। সপ্তম উইকেট জুটিতে তারা ফিফটিও করেছে।

টেস্ট ক্রিকেটে ২ বছর ২ মাস পর হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব আল হাসান। সর্বশেষ ২০১৮ সালের ৩০ নভেম্বর ঢাকার মাঠে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৮০ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। এনিয়ে সাদা পোশাকে ২৫তম ফিফটি করলেন এই বাঁহাতি।

আরো পড়ুন: র‌্যাংকিংয়ে বড় লাফ মিরাজের

বুধবার (০২ ফেব্রুয়ারি) প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই লিটন দাশকে হারায় বাংলাদেশ। এদিন তৃতীয় ওভারে স্পিনার জোমেল ওয়ারিক্যানের বলে বোল্ড হন এই ডানহাতি। ৯৭ বলে ৪টি চারে ৪১ রান করেছেন তিনি।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss