spot_img

২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জুভেন্টাসের হয়ে মাঠ মাতাবেন ইউরো জয়ী লোকাতেল্লি

ইতালির ইউরো-২০২০ জয়ী তারকা মানুয়েল লোকাতেল্লি যোগ দিলেন জুভেন্টাসে। সাস্সুয়োলো ক্লাব থেকে এই মিড ফিল্ডারকে দুই বছরের জন্য ধারে দলে টেনেছে তুরিনের ক্লাবটি। ২০১৮ সালে সাস্সুয়োলোতে যোগ দিয়েছিলেন তিনি।

চুক্তি অনুযায়ী লোকাতেল্লিকে ২০২২-২৩ মৌসুম শেষে কিনতে হবে জুভেন্টাসকে।

এবারের ইউরোয় গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ইতালির ৩-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন লোকাতেল্লি। তিনি ছাড়াও ফেদেরিকো বের্নারদেস্কি, লিওনার্দো বোনুচ্চি, জর্জো কিয়েল্লিনি ও ফেদেরিকো চিয়েসা আছেন জুভেন্টাসে।

দ্বিতীয় মেয়াদে দলটির কোচের ভূমিকায় ফিরেছেন মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। আগামী রোববার উদিনেজের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের লিগ অভিযান শুরু করবে জুভেন্টাস।

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss