spot_img

৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ছয় উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড

সিরিজের চতুর্থ ম্যাচে বুধবার (৯ সেপ্টেম্বর) টাইগারদের সামনে পাত্তাই পাচ্ছে না নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। এমকি শুরুতেই দলীয় ৬৩ রানে ৬ উইকেট খুঁইয়ে চাপে পড়েছে কিউইরা। ইনিংসের প্রথম ওভারেই নিউজিল্যান্ডের ওপেনার রাচিন রবীন্দ্রকে আউট করেন টাইগার বোলার নাসুম আহমেদ। তার বলে শর্ট ফাইন লেগ থেকে দারুণ ক্যাচ ধরেন সাইফউদ্দিন। ফলে রানের খাতা খোলার আগেই রবীন্দ্র সাজঘরে ফিরেন। এরপর এক ওভার না যেতেই ফের নাসুম আঘাত করেন কিউই শিবীরে। তিনি এবার আউট করেন ফিন অ্যালেনকে। নাসুমের লেন্থ বলে রিভার্স সুইপ করতে যেয়ে পয়েন্টে ক্যাচ লুফে নেন সাইফউদ্দিন। সাজঘরে ফেরার আগে ফিন অ্যালেনকে ৮ বলে ১২ রান করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে ৭৩ রান তুলেছে নিউজিল্যান্ড।

নাসুম আহমেদ ৪ ওভারে ১০ রান দিয়ে নেন ৪ উইকেট। যার মধ্যে দুটি ওভারই মেডেন। তিনি মোট ১৭টি বল ডট দেন।

আজ সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিউই দলপতি টম লাথাম। আর মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী ফিল্ডিং করছে। এ ম্যাচটি দুদলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কি হবে চতুর্থ ম্যাচে এমন ভাবনায় ডুবে আছেন ক্রিকেটপ্রেমীরা। পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচ জিতে সিরিজ বাঁচিয়ে রেখেছে কিউইরা। বুধবার জিতলে সমতায় ফিরবে সফরকারীরা।

এমন অবস্থায় চতুর্থ ম্যাচে বাংলাদেশ সিরিজ জিতবে নাকি অপেক্ষা বাড়বে তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। কারণ বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে কিউইরা। হোম অব ক্রিকেট মিরপুরের উইকেট সম্পর্কেও তিন ম্যাচ খেলে বিস্তর অভিজ্ঞতা হয়েছে টম লাথাম বাহিনীর। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সেরা খেলাটা বের হয়ে আসছে। যা টাইগারদের জন্য হুমকি হতে পারে।

কিন্তু আহত বাঘের হুঙ্কারে মিশে থাকে প্রতিশোধের নেশা তা জানে কিউইরা। ঘরের মাঠে তৃতীয় ম্যাচ হেরে হুঙ্কার দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে টাইগাররা সেটি মাথায় রেখেই চতুর্থ ম্যাচে মাঠে নামবে কিউইরা। আর এ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। তবে যাই হোক চতুর্থ ম্যাচে দুদলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলার প্রয়োজন নেই।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss