spot_img

২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাবর-হাসারাঙ্গার দখলে শীর্ষস্থান, সাকিব-মোস্তাফিজ ছিটকে গেলেন

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ধারাবাহিকতার পুরস্কার পেলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। গতকাল আইসিসির হালনাগালকৃত টি-টোয়েন্টির ব্যাটিং র‍্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেন বাবর। এদিকে, ক্যারিয়ারে প্রথমবার বোলারদের র‍্যাংকিংয়ের শীর্ষে উঠলেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

দুইয়ে থেকে চলতি বিশ্বকাপ শুরু করা বাবর আজম ৮৩৪ রেটিং পয়েন্ট নিয়ে আবার শীর্ষে ফিরলেন। তাতে একধাপ নিচে নেমে গেছেন ইংল্যান্ডের ডেভিড মালান। সেরা দশে সবচেয়ে বড় লাফ জস বাটলারের। সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে আটধাপ এগিয়ে এখন তার অবস্থান ৯ নম্বরে।

অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ তিনধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন সেরা তিনে। আগের মতোই চার এবং পাঁচে আছেন যথাক্রমে পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান এবং ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাও দুইয়ে থেকে শুরু করেছিলেন বিশ্বকাপ। তবে বল হাতে একের পর এক মনমুগ্ধকর পারফরম্যান্সে ক্যারিয়ারে প্রথমবারের মতো টি-টোয়েন্টির বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষে নাম লেখালেন এই লেগি। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭৭৬।

হাসারাঙ্গার শীর্ষে ওঠায় দুইয়ে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকান স্পিনার তাব্রিজ শামসি। তবে একধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন ইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদ। বোলারদের র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় চমক অ্যানরিচ নর্তজের সেরা দশে ঢোকা। ১৮ ধাপ এগিয়ে বর্তমানে ৭-এ অবস্থান করছেন এই ফাস্ট বোলার।

চার ধাপ এগিয়ে ক্রিস জর্ডান এবং পাঁচ ধাপ এগিয়ে ইশ সোধিও এখন আছেন র‍্যাংকিংয়ের ৯ ও ১০ নম্বরে। নর্তজে, জর্ডান এবং সোধি শীর্ষ দশে ঢুকতে এই তালিকা থেকে ছিটকে গেছেন বাংলাদেশের সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান।

এদিকে, অলরাউন্ড র‍্যাংকিংয়ে এক থেকে দুই নম্বরে নেমে গেছেন সাকিব আল হাসান। ২৮২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর অলরাউন্ডার ছিলেন সাকিব। সদ্য প্রকাশিত রাঙ্কিংয়ে ২৭১ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। সাকিবের রেটিং পয়েন্টও ২৭১। কিন্তু ভগ্নাংশের হিসেবে এগিয়ে আফগান অধিনায়ক।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss