spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পিএসএলের প্লেয়ার্স ড্রাফট শেষ, দল পাননি গেইল, মাহমুদুল্লাহ

আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগের সপ্তম আসর। সে লক্ষ্যে রোববার (১২ ডিসেম্বর) হয়ে গেলো টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। যেখান থেকে নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে অংশগ্রহণকারী দল ছয়টি।

এবারের পিএসএলের ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরি থেকে দল পাওয়া ছয়জন হলেন ফাখর জামান (লাহোর কালান্দার্স), টিম ডেভিড (মুলতান সুলতানস), ক্রিস জর্ডান (করাচি কিংস), কলিন মুনরো (ইসলামাবাদ ইউনাইটেড), হযরতউল্লাহ জাজাই (পেশোয়াড় জালমি) ও জেসন রয় (কোয়েটা গ্ল্যাডিয়েটরস)।

কিন্তু কোনো দলই নেয়নি টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবে পরিচিত ক্রিস গেইলকে। ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন দ্য ইউনিভার্স বস। প্লাটিনাম ক্যাটাগরি থেকে ছয় দলের মধ্যে পাঁচটিই বেছে নিয়েছে বিদেশি খেলোয়াড়। তবু জায়গা হয়নি গেইলের। প্লেয়ার ড্রাফটে একমাত্র বাংলাদেশি হিসেবে নাম ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা বাংলাদেশ দলের এই টি-টোয়েন্টি অধিনায়ককে পিএসএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজির কোনো দল নিতে আগ্রহ দেখায়নি।

পিএসএলের নিলামে দল পাননি যারা

প্লাটিনাম ক্যাটাগরি- ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), কার্লোস ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা), ডেভিড উইলি (ইংল্যান্ড), ইসুরু উদানা (শ্রীলংকা), মার্চান্ত ডি ল্যাঙ্গে (দক্ষিণ আফ্রিকা), সন্দীপ লামিচিন (নেপাল), শিমরন হেটমায়ার (ওয়েস্ট ইন্ডিজ), তাবরিজ শামসি (দক্ষিণ আফ্রিকা), থিসেরা পেরেরা (শ্রীলংকা), টম ব্যান্টন (ইংল্যান্ড) ও টাইমাল মিলস (ইংল্যান্ড)।

ডায়মন্ড ক্যাটাগরি- আফসার জাজাই (আফগানিস্তান), বেন ডাঙ্ক (অস্ট্রেলিয়া), ভানুকা রাজাপক্ষে (শ্রীলংকা), ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে), ফ্যাবিয়ান অ্যালান (ওয়েস্ট ইন্ডিজ), হামিদ হাসান (আফগানিস্তান), জেমস ফকনার (অস্ট্রেলিয়া) জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), কুসল মেন্ডিস (শ্রীলংকা), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), লুইস গ্রেগরি (ইংল্যান্ড), মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ), মিচেল ম্যাকক্লেনঘান (নিউজিল্যান্ড), নজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), নবীনুল হক (আফগানিস্তান), নিরোশন ডিকভেলা (শ্রীলংকা), অলি রবিনসন (ইংল্যান্ড), ফিল সল্ট (ইংল্যান্ড), কায়েস আহমেদ (আফগানিস্তান), রিস টপলে (ইংল্যান্ড) ও শেলডন কটরিল (ইংল্যান্ড)।

একনজরে দেখে নিন পিএসএলের ছয় দলের স্কোয়াড

ইসলামাবাদ ইউনাইটেড
আসিফ আলি, হাসান আলি, শাদাব খান, ফাহিম আশরাফ, অ্যালেক্স হেলস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আজম খান, পল স্টার্লিং, কলিন মুনরো, মারচ্যান্ট ডি ল্যাঙ্গে, মোহাম্মদ আখলাক, রিস টপলি, দানিশ আজিজ, জাফর গোহার, মুবাশশির খান, মোহাম্মদ জিসান, রহমানউল্লাহ গুরবাজ ও আতহার মেহমুদ।

করাচি কিংস
বাবর আজম, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নবী, মোহাম্মদ আমির, জো ক্লার্ক, শারজিল খান, আমির ইয়ামিন, মোহাম্মদ ইলিয়াস, ক্রিস জর্ডান, লুইস গ্রেগরি, উমাইদ আসিফ, টম অ্যাবল, রোহাইল নাজির, মোহাম্মদ ইমরান, ফয়সাল আকরাম, কাসিম আকরাম, তালহা আহসান ও রোমারিও শেফার্ড।

লাহোর কালান্দার্স
শাহিন শাহ আফ্রিদি, রশিদ খান, ডেভিড উইসে, হারিস রউফ, মোহাম্মদ হাফিজ, সোহেল আখতার, জিসান আশরাফ, আহমেদ ড্যানিয়েল, ফাখর জামান, ফিল সল্ট, হ্যারি ব্রুক, আবদুল্লাহ শফিক, কামরান গোলাম, ডিন ফক্সক্রফট, জামান খান, মাজ খান, সামিত প্যাটেল ও সৈয়দ ফারদিউন।

মুলতান সুলতানস
মোহাম্মদ রিজওয়ান, রাইলি রুশো, শোয়েব মাকসুদ, ইমরান তাহির, শান মাসুদ, খুশদিল শাহ, শাহনেওয়াজ দাহানি, টিম ডেভিড, ওডিন স্মিথ, রুম্মন রাইস, আসিফ আফ্রিদি, আনোয়ার আলি, রভম্যান পাওয়েল, ইমরান খান জুনিয়র, আব্বাস আফ্রিদি, আমির আজমত, ব্লেসিং মুজারাবানি ও ইহসানউল্লাহ।

পেশোয়ার জালমি
ওয়াহাব রিয়াজ, লিয়াম লিভিংস্টোন, শোয়েব মালিক, শেরফান রাদারফোর্ড, হায়দার আলি, সাকিব মাহমুদ, হুসাইন তালাত, টম কোহলার-ক্যাডমোর, হজরতউল্লাহ জাজাই, উসমান কাদির, সালমান ইরশাদ, আরশাদ ইকবাল, সামিন গুল, কামরান আকমল (নিজের নাম সরিয়ে নিয়েছেন), সিরাজউদ্দিন, মোহাম্মদ আমির খান, বেন কাটিং ও মোহাম্মদ হারিস।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স
জেমস ভিন্স, সরফরাজ আহমেদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শহিদ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, জেসন রয়, জেমস ফকনার, উমর আকমল, সোহেল তানভীর, বেন ডাকেট, খুররম শেহজাদ, নাভিন উল হক, আব্দুল ওয়াহিদ বাঙালজাই, মোহাম্মদ আশর কুরেশি, নূর আহমেদ ও আহসান আলি।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss