spot_img

২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাঠেই প্রাণ গেল ফুটবলারের

আলজেরিয়ার ঘরোয়া লিগে খেলা চলাকালীন মাঠেই মারা গেলেন ফুটবলার সোফিয়ানে লৌকার। খেলা চলাকালীন নিজের দলের গোলকিপারের সঙ্গে সংঘর্ষের কিছুক্ষণ পরেই মারা যান তিনি।

বর্তমানে আলজেরিয়াতে লিগ-টু টুর্নামেন্ট চলছে। এই টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল মৌলৌদিয়া সাইদা ও এএসএম ওরান ক্লাব। দুই দলের মধ্যে খেলা চলাকালীন এই ঘটনা ঘটে। সোফিয়ান লুকারের বয়স ছিল মাত্র ৩০ বছর। তিনি মৌলুদিয়া সাইদার হয়ে খেলছিলেন।

শনিবার খেলা চলাকালীন ফুটবল ক্লাব এমসি সাইদার অধিনায়ক লৌকারের সঙ্গে তার দলের গোলকিপারের সংঘর্ষ হয়। মাঠেই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে সেখানেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়। চিকিৎসার পরে ফের খেলা শুরু করেন লৌকার। কিন্তু মিনিট দশেক পরে ফের মাঠের মধ্যে পড়ে যান তিনি।

সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় তার। পরে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে লৌকারের। এই খবর আসার পরে বন্ধ হয়ে যায় খেলা। কান্নায় ভেঙে পড়েন দু’দলের ফুটবলাররা।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss