১১ বছর বয়সে বাবার পদাঙ্ক অনুসরণ করে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি দলে নাম লেখালেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলে রোনালদো জুনিয়র।
রোনালদোর বান্ধবী জর্জিনিয়া রড্রিগুয়েজ ছেলেকে সঙ্গে নিয়ে ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে রোনালদো জুনিয়র ম্যানচেস্টার ইউনাইটেডের একটি জার্সি ধরে আছে যার পিছনে বাবার জার্সির ৭ নম্বরটি লেখা রয়েছে।
ছবির ক্যপশনে জর্জিনিয়া লিখেছেন, ‘আমরা একসঙ্গে আমাদের স্বপ্ন পূরণ করতে চাই। মা তোমাকে অনেক ভালবাসে’।
গতকালই রেড ডেভিলসের পক্ষ থেকে রোনালদোর ছেলেকে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। তার সঙ্গে ছিল আরো এক প্রতিভাবান কিশোর গ্যাব্রিয়েল।
কিছুদিন আগে রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে ছেলেকে সঙ্গে নিয়ে তিনি অনুশীলন করছেন। এসময় দুজনকেই ইউনাইটেডের জার্সি পড়া দেখা গেছে। ছবির ক্যপশনে রোনালদো লিখেছেন, ‘বর্তমান এবং ভবিষ্যত’।
চস/স


