spot_img

৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আইপিএল থেকে সরে দাঁড়ালেন জেসন রয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর থেকে নিজের নাম প্র্যতাহার করে নিলেন ইংল্যান্ডের ব্যাটার জেসন রয়। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, জৈব সুরক্ষা বলয়ের ধকল থেকে বাঁচতে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

আইপিএল এবারের মেগা নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় গুজরাট টাইটান্স। তবে এই ওপেনার ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। যদিও তার বিকল্প কে হবেন, এখনও ঠিক করতে পারেনি গুজরাট।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএল না খেলার সিদ্ধান্ত নিলেন রয়। এর আগে ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে রয়কে দলে নেয়। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই আসরে না খেলার সিদ্ধান্ত নেন তিনি।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss