দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে আগামী শুক্র ও শনিবার দুই ভাগে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।তার আগে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ সফরে যাচ্ছেন না বলে জানালেন সাকিব আল হাসান।
রবিবার (৬ মার্চ) রাতে একটি মোবাইল কোম্পানির সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে চুক্তির অংশ হিসেবে দুবাইয়ের উদ্দেশে রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমে একথা বলেছেন সাকিব।
তার ভাষ্য, ‘আমি এখন ক্রিকেট খেলার অবস্থায়ই নেই। এটা গুরুত্বপূর্ণ। আমি যখন সেই অবস্থায় আসবো তখন অবশ্যই চাইবো ক্রিকেট খেলতে।।’
এ বিষয়টি বিসিবির সঙ্গে আলোচনার ওপর নির্ভর করছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এটি নির্ভর করছে বিসিবি ও আমার দুই জায়গায় আলোচনার ওপর। একটা সুন্দর অবস্থা তৈরি করা উচিত, যা দেশের ক্রিকেটের জন্যও ভালো হবে, আমার জন্যও ভালো হবে।’
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের ব্যাপারে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা হয়েছে সাকিবের। সেখানে পুরো সফর থেকে বিশ্রাম না পেলে, ওয়ানডে সিরিজ বাদ দিয়ে শুধু টেস্ট খেলতে হলেও সেটি ভালো হবে বলে মনে করেন সাকিব।
সাকিব বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বলতে হয়, আমি মানসিক ও শারীরিকভাবে সে অবস্থায় আছি, আমার মনে হয় না আমার পক্ষে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব। এ কারণেই আমার মনে হয় আমি যদি একটা ব্রেক পাই, আমি যদি ওই আগ্রহটা ফিরে পাই, তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে। ‘
তিনি আরো বলেন, ‘আফগানিস্তান সিরিজে আমার মনে হয়েছে আমি একজন প্যাসেঞ্জার। আমি যেটা হয়ে কখনই থাকতে চাই না। আমি খেলাটা একদমই উপভোগ করতে পারিনি, পুরো সিরিজটাই – টি-টোয়েন্টি এবং ওয়ানডে। আমি চেষ্টা করেছি কিন্তু হয়নি। আমার মনে হয় না এমন মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলাটা ঠিক হবে। ‘
চস/স


