কাতার বিশ্বকাপের প্রথম অফিসিয়াল গান প্রকাশ করেছে ফিফা। ‘হায়্যা হায়্যা’ বা ‘বেটার টুগেদার’ শিরোনামে গানটি প্রকাশ করা হয়েছে। গানটিতে সুর দিয়েছে স্বাগতিক দেশের গায়িকা আয়েশা ও আমেরিকান সঙ্গীত শিল্পী ত্রিনিদাদ কার্ডোনা।
আসছে নভেম্বরে মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। বিশ্বযজ্ঞ সামনে রেখে বেশকিছু গান প্রকাশ করবে ফিফা। যার প্রথমটি হায়্যা হায়্যা শিরোনামে সামনে আনা হল। শুক্রবার (১ এপ্রিল) রাতে দোহায় বিশ্বকাপের গ্রুপিংয়ের ড্রয়ে প্রথমবারের মতো গানটি সরাসরি সম্প্রচার করা হবে।
এই গান উত্তেজনাময় ফুটবল উৎসবের প্রতীক, যা এই বছরের শেষের দিকে বিশ্বকে আলোকিত করবে। অফিসিয়াল ওয়েব সাইটে লিখেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। এরইমধ্যে ফিফার অফিসিয়াল সাইটে দেখা যাচ্ছে গানটি। যা বেশ সাড়াও ফেলেছে!
বিশ্বকাপের গানে কণ্ঠ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিল্পী আয়েশা, এই উত্তেজনাপূর্ণ গানে কণ্ঠ ও উপস্থিত থাকতে পেরে ধন্য এবং সম্মানিত। আমার দেশ কাতারের হয়ে এই মাইলফলকের সাক্ষী হতে পেরে আনন্দিত।
চস/স


