spot_img

৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাদকমুক্ত সমাজ গড়বে ক্রীড়াঙ্গন

আজ ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এই দিবস পালিত হয়েছে। ‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’- এ প্রতিপাদ্যকে ধারণ করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২২ উদযাপন করছে।

দেশের বিভিন্ন ফেডারেশন আজ দিবসটি উপলক্ষে আজ সকালে রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে এনএসসি টাওয়ার পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়াম এই দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন।

আলোচনা সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘রমজানের মধ্যেও আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সমাজে এখন মাদকের প্রভাব ব্যাপক। মাদকমুক্ত সমাজ করতে হলে ক্রীড়াঙ্গনকে বড় ভূমিকা রাখতে হবে। একজন ক্রীড়াবিদ ও সংগঠক মাদক থেকে দূরে থাকেন। কোনো ক্রীড়াবিদ মাদক গ্রহণ করতে পারে না। মাদকহীন সমাজ উপহার দিয়ে আমরা জাতির পিতার সোনার বাংলা উপহার দেব।’

শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। শোভাযাত্রায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকগন উপস্থিত ছিলেন।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss