spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আইপিএলে মুস্তাফিজের দলে করোনার হানা

পাঁচ ম্যাচে দুই জয়ের বিপরীতে তিন পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ টেবিলের ৮ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। আগামী ২০ এপ্রিল পুনেতে তাদের পরবর্তী ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে। তার আগে দিল্লি শিবিরে দুঃসংবাদ। করোনা আক্রান্ত হয়েছেন আরও অন্তত ২ জন।

ইএসপিএন ও ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি ক্যাপিটালস দলে আরও অন্তত দুই জনের শরীরে করোনা ধরা পড়েছে। তাদের মধ্যে একজন বিদেশি ক্রিকেটার ও অন্যজন সাপোর্ট স্টাফ বলে ধারণা করা হচ্ছে। এ কারণে পুরো দলকে এখন পুরো কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আজ পুনে যাওয়ার কথা ছিল দিল্লির। এখন সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। আজ এবং আগামীকাল দুই দফায় সবার করোনা টেস্ট করানো হবে। এরপর যাদের রেজাল্ট নেগেটিভ আসবে, তাদের নিয়ে পুনে রওনা করবে দল।

এর আগে গত শুক্রবার করোনা পজিটিভ হন দলটির ফিজিও প্যাট্রিক ফারহার্ট। এ কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ শেষে তাদের সঙ্গে হাত মেলায়নি দিল্লির কেউ।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss