spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সড়ক দুর্ঘটনায় সাবেক অজি ক্রিকেটার সাইমন্ডসের মৃত্যু

মাত্র ৪৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। স্থানীয় সময় শনিবার (১৪ মে) রাতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের টাউনসভিলে এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান সাবেক এই তারকা ক্রিকেটার এবং ধারাভাষ্যকার।

কুইন্সল্যান্ডের পুলিশ জানিয়েছে, চলন্ত অবস্থায় সাইমন্ডসের হার্ভে রেঞ্জে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গেলে এই দুর্ঘটনা ঘটে। জরুরি স্বাস্থ্য সেবা কর্মীরা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই মারা যান সাবেক এই অজি তারকা ক্রিকেটার।

১৯৭৫ সালে জন্ম নেয়া সাইমন্ডস অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টি টেস্ট এবং ১৯৮ টি একদিনের ম্যাচ খেলেছেন। তারকা এই অলরাউন্ডার অজিদের হয়ে জিতেছেন দুইটি বিশ্বকাপ। এছাড়া বিশ্বকাপে সর্বমোট ১৮ টি ম্যাচ খেলে জিতেছেন সবকটিতেই।

২০০৩ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তার অপরাজিত ১৪৩ রানের ইনিংস বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ইনিংসগুলোর একটি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss