spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আল আমিন এনে দিলেন দ্বিতীয় স্বর্ণপদক

এসএ গেমসে ১৩তম আসরে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্বর্ণপদক জিতলেন আল আমিন। মঙ্গলবার নেপালের কাঠমান্ডুতে কারাতে ইভেন্টের ৬০ কেজি ওজন শ্রেণি কুমিতে স্বর্ণ জেতেন তিনি। ফাইনালে পাকিস্তানের জাফরের বিরুদ্ধে ৭-৩ পয়েন্টে জয় পান বাংলাদেশ সেনাবাহিনীর এ ক্রীড়াবিদ।

সেমি-ফাইনালে নেপালের প্রতিযোগীকে ৭-৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন আল আমিন।

সোনা জিতে উচ্ছ্বসিত আল আমিন তার প্রতিক্রিয়ায় বলেন, ‘বাংলাদেশের হয়ে দ্বিতীয় সোনা এনে দিতে পারাটাকে আমি গৌরবের মনে করছি। আমার দেশের পতাকা বিদেশের মাটিতে উড়াতে পেরেছি। বাংলাদেশকে আরও উঁচুতে দেখতে চাই।’

আল আমিন এই পদক উৎসর্গ করেছেন তার বাবা-মাসহ সংশ্লিষ্ট সকলকে, ‘আমার পিতা-মাতাসহ সংশ্লিষ্ট সবাইকে এই পদক উৎসর্গ করছি। ভবিষ্যতে যেন দেশের পতাকা আরও উঁচুতে রাখতে পারি। সেই চেষ্টা করে যাবো।’

এছাড়া এদিন কারাতের ৬৭ কেজি ওজন শ্রেণিতে রুপা জিতেছেন সেনাবাহিনীর ফেরদৌস। এর আগে সোমবার এসএ গেমসে দেশের হয়ে স্বর্ণপদক জেতেন দিপু চাকমা। তায়কোয়ান্দোতে স্বর্ণপদক পান তিনি।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss