spot_img

২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিশ্বকাপ অনিশ্চিত পগবার

ম্যানচেস্টার ইউনাইটেডে চোটাঘাতের সঙ্গে নিত্য লড়াই চলত পল পগবার। এই মৌসুমে ক্লাব বদলেছেন, ইউনাইটেড ছেড়ে ফের পাড়ি জমিয়েছেন সাবেক ক্লাব জুভেন্টাসে। তবে ভাগ্য বদলায়নি মোটেই, মৌসুম শুরু হতে না হতেই হাঁটুর চোট নিয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন এই ফরাসি মিডফিল্ডার। তাতে আসন্ন কাতার বিশ্বকাপে তার খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে পগবার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে বলে নিশ্চিত করেছে জুভেন্টাস। এক বিবৃতিতে তুরিনের ক্লাবটি জানিয়েছে, ‘জুভেন্টাসের চিকিৎসক লুকা স্তেফানিনির উপস্থিতিতে পগবার সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন প্রফেসর রবার্তো রসি।’

গত জুলাইয়ে ডান হাঁটুর মেনিসকাসে চোট পান পগবা। শুরুতে হাঁটুতে অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে রোববার অনুশীলনে ফিরে অস্ত্রোপচারের ব্যাপারে নিজের মত পাল্টান এই মিডফিল্ডার।

ইউরোপীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের পর সম্পূর্ণ ফিট হতে ৫৫ থেকে ৬০ দিন লাগতে পারে। সে অনুযায়ী আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের কিছু সময় আগে ফিটনেস ফিরে পাওয়ার কথা তার। কিন্তু দীর্ঘ সময় খেলার বাইরে থাকায় ততদিন পর্যন্ত ফরাসি কোচ দিদিয়ের দেশমের বিশ্বকাপ ভাবনায় আদৌ পগবা থাকবেন কিনা সেটাও একটা প্রশ্ন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss