spot_img

১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বরিশালকে ১৫৯ রানের লক্ষ্য দিল সোহানের রংপুর

বিপিএলে দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। রনি তালুকদারের ব্যাটে রংপুর বড় সংগ্রহের আভাস দিলেও তা পণ্ড হয় বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ে। তবে শেষদিকে রংপুরকে টেনে তোলেন শোয়েব মালিক। দুর্দান্ত ফিফটি করে নুরুল হাসানদের এনে দিয়েছেন চ্যালেঞ্জিং সংগ্রহ।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্স। প্রথম ইনিংসের নির্ধারিত ২০ ওভার শেষে বরিশালকে ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে নুরুল হাসান সোহানের দল।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় রংপুর। নাঈম শেখকে গোল্ডেন ডাকে ফেরান সাকিব আল হাসান। এরপর অবশ্য সাময়িক সে চাপ সামলে নেন রনি তালুকদার। তবে সিকান্দার রাজা এবং শেখ মেহেদীকে ফিরিয়ে রংপুরকে চাপে ফেলে দেয় বরিশালের বোলাররা।

তবে রনি তালুকদারের ঝোড়ো ৪০ রান দলকে বড় সংগ্রহের আভাস দিলেও পরবর্তীতে নুরুল হাসান সোহান, হাসমতইল্লাহ ওমরজাই এবং বিনি হাওয়েলের দ্রুত পতনে রংপুরের বড় রানের পথে বাঁধা হয়ে দাঁড়ায়।

তবে শেষ দিকে শোয়েব মালিকের অর্ধ-শতক এবং রবিউল হকের ১৮ রানে নির্ধারিত ওভার শেষে রংপুরের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৫৮ রান, ৭ উইকেট হারিয়ে। জয়ের জন্য বরিশালকে করতে হবে ১৫৯ রান।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss