spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ক্রিকেটকে বিদায় বলে দিলেন আমলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দিয়েছিলেন সেই ২০১৯ সালে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলতেন তিনি। এবার ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই প্রোটিয়া ব্যাটার।

৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো আমলা পেশাদার ক্যারিয়ারে করেছেন ৩৪ হাজার ১০৪ রান। আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৪ টেস্টে ৪৬.৬৪ গড়ে করেন ৯ হাজার ২৮২ রান। প্রোটিয়াদের জার্সিতে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান তার। এ ছাড়াও ওয়ানডেতে তার সংগ্রহ ৪৯.৪৬ গড়ে ৮ হাজার ১১৩ ও টি-টোয়েন্টিতে ১৩২.০৫ স্ট্রাইক রেটে ১ হাজার ২৭৭ রান।

ক্রিকেটকে বিদায় জানানোর আগেই এসএ টি-টোয়েন্টি লিগে কেপটাউনের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন তিনি। এর আগে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন হাশিম আমলা।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে টেস্ট আর জুলাইয়ে বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেন তিনি। ওই বছর কাউন্টির দল সারেতে যোগ দেন। সারেতে শেষ দুই বছরে একটি ডাবল সেঞ্চুরিসহ মোট ৫ সেঞ্চুরি করেন। তার ব্যাটিংয়ে গত মৌসুমে শিরোপা ঘরে তোলে সারে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss